রবীন্দ্রনাথের প্রেম নিয়ে প্রিয়াঙ্কার ছবির অনুমোদন
প্রকাশিত : ২০:২৩, ৮ জানুয়ারি ২০১৮
কবিগুরু রবিন্দ্রনাথ ঠাকুরের প্রেম নির্ভর চলচ্চিত্র ‘নলিনী’ নির্মাণে অনুমোদন দিয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের নিযুক্ত কমিটি৷ এই ছবিতে অভিনয় করবেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।
জানা যায়, চলচ্চিত্রটির চিত্রনাট্য দেখে এর পরিচালক উজ্জ্বল চট্টোপাধ্যায়কে ছবিটি করার অনুমোদন দেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বপন কুমার দত্ত৷ তবে ছবি করার ক্ষেত্রে তাদের নির্দেশনা মানতে হবে। কোনোভাবেই কবিগুরুর সম্মান যেন নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
এই ছবির মধ্য দিয়ে প্রযোজক হিসেবে বলিউডে পা রাখছেন প্রিয়াঙ্কা চোপড়া। তার উপর রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের একটি গুরুত্বপূর্ণ দিক নিয়ে এই সিনেমার ভাবনাচিন্তা৷ ফলে চিত্রনাট্য তৈরি করার সময় থেকেই শুরু হয় প্রচুর জল্পনা৷ এমনকি, এও শোনা যায় চিত্রনাট্যে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি দীর্ঘ চুম্বনদৃশ্যও রাখা হয়েছে৷ ফলে সমগ্র বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে বিশ্বভারতী কর্তৃপক্ষ৷
গেল বছর বিশ্বভারতী কর্তৃপক্ষের পক্ষ থেকে ৮ জনকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়। কমিটি ‘নলিনীর’র চিত্রনাট্য নিয়ে চুলচেরা বিশ্লেষণ করে। অবশেষে চলতি মাসে সব সমস্যার সমাধান হয় বলে জানা গিয়েছে৷ তবে বিশ্বভারতী অনুমোদিত চিত্রনাট্য মেনেই তৈরি করতে হবে ছবিটি এবং বানিজ্যিক মুক্তির আগে যেন বিশ্বভারতীর কর্তৃপক্ষ বা কমিটির সদস্যদের দেখানো হয়৷”
তথ্যানুযায়ী, উচ্চ শিক্ষার জন্য রবিগুরুর পরিবার তাকে মাত্র ১৭ বছর বয়সে ইংল্যন্ডে পাঠিয়ে দেন। সেখানে ইংলিশের শিক্ষিকা ছিলেন মারাঠার তরুণী অন্নপূর্ণা তর্কড়। রবিন্দ্রনাথ ধীরে ধীরে সেই তরুণীর প্রেমে পড়ে যান। পরবর্তীকালে তার কবিতায় এই অন্নপূর্ণাই স্থান পায় ‘নলিনী’ নামে৷ এই বিষয়বস্তু নিয়েই প্রযোজক প্রিয়াঙ্কা চোপড়ার আগামী ছবি ‘নলিনী’৷ যেখানে মুখ্য চরিত্রে তিনিই অভিনয় করবেন বলে শোনা গিয়েছে৷
তবে প্রযোজনা সংস্থার কারো কারো মতে কপিরাইট উঠে যাওয়া বিশ্বভারতীর অনুমোদনের অপেক্ষা করার কোন বাধ্যবাধকতা নেই৷ রবিন্দ্রনাথের বিষয়টি মানুষের আবেগের সঙ্গে জড়িত। এটা নিয়ে যাতে কোনো ধরণের বিতর্ক তৈরি না হয়, সে জন্য অনুমোদনকে গুরুত্ব দেওয়া হয়েছে।
পরিচালক উজ্জ্বল চট্টোপাধ্যায় অনুমোদিত চিত্রনাট্য মেনেই ‘নলিনী’ তৈরি করবেন বলে আশ্বাস দিয়েছেন। এবং যে সমস্যাগুলো উল্লেখ করা হয়েছে সেগুলোও ঠিক করে নিবেন বলে জানান। অনুমোদনের খবর পেয়ে উচ্ছ্বসিত প্রযোজক প্রিয়াঙ্কা চোপড়াও৷ ছবিতে তিনি মারাঠী শিক্ষিকার চরিত্রে অভিনয় করবেন। আর চলতি বছর থেকেই শুরু হবে এর শ্যুটিং।
এসি/